ভোলার বোরহানউদ্দিনে পুকুরের পানিতে ডুবে ৬ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (৫ আগস্ট) দুপুরে, উপজেলার বড় মানিকা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের উত্তর বাটামারা গ্রামের মিলিটারি বাড়ির পুকুরে এ ঘটনা ঘটে। নিহত আরশাদুল ওই বাড়ির মোঃ আক্তারের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাজহারুল আমিন (বি.পি.এম) জানান, সকালে শিশু আরশাদুল বাড়ির উঠোনে খেলা করছিলো। খেলতে খেলতে সে একপর্যায়ে বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। পরে স্বজনরা আরশাদুলকে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আরশাদুলকে মৃত ঘোষণা করেন।