ডেস্ক রিপোর্টঃ
ইসলামের নামে ভাষ্কর্য বিরোধী বক্তব্যের পিছনে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র রয়েছে। এসব ষড়যন্ত্রে মদদ দিয়ে আসছে বিএনপি। এমন মন্তব্য করেন তথ্য মন্ত্রী ডক্টর হাছান মাহমুদ।
বুধবার (২৩ ডিসেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবে বিজয় দিবসের এক আলোচনা সভায় এমন মন্তব্য করেন তিনি।
হেফাজত ইসলামের ধর্মের নামে রাজনীতির কড়া সমালোচনা করে হাছান মাহামুদ বলেন, ‘যারা তাদের আমীর আল্লামা শফিকে হেফাজতে ব্যার্থ, তাদের হাতে ইসলাম কখনো সুরক্ষিত নয়।’
বিএনপিকে সরকার বিরোধী ষড়যন্ত্রকারী উল্লেখ করে তথ্যমন্ত্রী আরো বলেন, ‘জিয়াউর রহমান একজন বিচক্ষণ ও ধূর্ত ষড়যন্ত্রকারী ছিলেন। তিনি পেছনে থেকে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে কলকাঠি নেড়েছেন।’