বিজ্ঞপ্তি:
"কুমিল্লা টাইমস টিভিতে" আপনার প্রতিষ্ঠান অথবা নির্বাচনী প্রচারনার জন্য এখনি যোগাযোগ করুন : ০১৬২২৩৮৮৫৪০ এই নম্বরে
শিরোনাম:
মুরাদনগরে ঈদগাঁহ ও কবরস্থানের উন্নয়নের লক্ষে মতবিনিময় সভা মুরাদনগরে হারল্যান স্টোর উদ্বোধন করলেন চিত্র নায়িকা অপু বিশ্বাস মুরাদনগরে ভারত থেকে চোরাই পথে আসছে চিনি মুরাদনগরে আ’লীগের শান্তি সমাবেশে জনতার ঢল পরাজিত প্রার্থী কাটলেন সেচের ড্রেন, অনিশ্চিত ৫০একর জমির চাষাবাদ মুরাদনগরে নজরুল নিকেতনের জায়গা দখলের পায়তারার অভিযোগ ১ বিলিয়ন ডলার নিয়ে বন্ধ হলো MTFE বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা বাঙ্গরা বাজার থানার কমিটি গঠন মুরাদনগরে ব্লগার আসাদ নূরের ফাঁসির দাবিতে বিক্ষোব মিছিল ও মানববন্ধন  রাস্তায় জমেছে বৃষ্টির পানি! মারামারি করে ৮ জন আহত মুরাদনগরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালন পরীক্ষা কেন্দ্রে শিক্ষকদের কথা বলা নিয়ে ঢাবি শিক্ষার্থীর অভিযোগ দেলাওয়ার হোসাইন সাঈদী মারা গেছেন কুমিল্লা এরিয়া পরিদর্শন করলেন সেনাপ্রধান সাবেক প্রতিমন্ত্রী রেদোয়ানের তিন বছরের কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়ায় সেফটিপিনের চেইন তৈরি করে গিনেস বুকে স্থান

  • আপডেটের সময় : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৯৭ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ায় সেফটিপিনের চেইন তৈরি করে গিনেস বুকে স্থান

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ

দীর্ঘতম সেফটিপিনের চেইন তৈরি করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান পেয়েছেন তিনি।

পার্থ চন্দ্র দেব। পেশায় একজন ছাত্র। হবিগঞ্জে একটি কলেজে পড়াশুনা করছেন। সাত হাজার আটশ ৭৭ ফুট দৈর্ঘ্য দীর্ঘতম সেফটিপিনের চেইন তৈরি করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান পেয়েছেন তিনি। ১৭ সেপ্টেম্বর হাতে পেয়েছেন বিশ্ব রেকর্ড গড়ার স্বীকৃতিপত্র। পার্থ চন্দ্র দেব ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ফান্দাউক ইউনিয়নে জগদিশ চন্দ্রের ছেলে। পড়াশোনার পাশাপাশি স্থানীয় বাজারে স্টেশনারি ব্যবসা করছেন।

ভারতের শ্রী হার্শা নান এবং শ্রী নাভা নান ২০১৮ সালের ২৩ এপ্রিল ১৭৩৩.১ মিটার দৈর্ঘ্যরে চেইন তৈরি করে গিনেস বুকে নাম তুলেন। তাদের রেকর্ড ভাঙার জন্য গিনেস কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেন চন্দ্র দেব। গেল বছরের ২০ এপ্রিল আবেদন করলে ২৩ জুলাই অনুমোদন দেয় গিনেস কর্তৃপক্ষ। সম্মতি পাওয়ার পরই লেগে পড়েন তাঁর থেকেও ব্যতিক্রম কিছু করার। এই চেইনটি তৈরি করতে তার সময় লেগেছে ৪৫ দিন (২৪১ ঘন্টা ৪২ মিনিট)। সেফটিপিনের সংখ্যা এক লক্ষ সাতাশি হাজার আটশ ২৩টি। রং সোনালী। যা দৈর্ঘ্যে সাত হাজার ২৭৭ ফুট বা ২৪০১.৮২৯ মিটার।

২০১৯ সালে ৬ সেপ্টেম্বর শ্রী শ্রী পাগল সংকর জিও মন্দিরে এই চেইনের জরিপ কাজ করা হয়। সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত লেগেছিল পরিমাপ করতে। প্রমাণ হিসেবে করতে হয়েছে ভিডিও, তুলতে হয়েছে ছবি।

এই সময় উপস্থিত ছিলেন লাখাই মুক্তিযোদ্ধা সরকারী কলেজের প্রভাষক রাজীব কুমার আচার্য এবং ফান্দাউক পন্ডিত রাম উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক পল্লব হালদার। চেইনটি পরিমাপ করার জন্য সার্ভেয়ার হিসেবে ছিলেন মো. তোফাজ্জল হোসেন। চেইন জরিপ কাজে শেষে গিনেস কর্তৃপক্ষের কাছে যাবতীয় তথ্য গিনেস ওয়ার্ল্ডে পাঠানো হয়। আট মাস পর পার্থের প্রচেস্টাকে স্বীকৃতি দিয়েছেন গিনেস ওয়ার্ল্ড কর্তৃপক্ষ। তাদের পাঠানো সার্টিফিকেটে লেখা আছে ‘দ্য লংগেস্ট চেইন অফ সেফটিপিন’।

একটি রেকর্ড গড়েই থেমে যেতে চান না পার্থ। নতুন পরিকল্পনা হিসেবে আবারো চেইন তৈরির নতুন কাজ শুরু করে দিয়েছেন তিনি। সেটা স্টেপলার পিন দিয়ে আরেকটি চেইন তৈরি করে রেকর্ড করতে চান। বিশ্বরেকর্ড করে কেমন লাগছে জানতে চাইলে তিনি বলেন, আমি দেশের পতাকাকে বিশ্ববাসীর কাছে তুলে ধরেছি। আজ আমি স্বার্থক। তিনি আরও বলেন, আমি চাই আমার এই দীর্ঘ চেইনের মতোই গোটা জাতির মেলবন্ধন দীর্ঘ হোক। সৃষ্টি হোক পরস্পরের মধ্যে সম্প্রীতির বন্ধন।

এই ব্যাপারে নাসিরনগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজমা আশরাফী জানান, বিষয়টি আমি জেনেছি। আমি খুব অভিভূত। পার্থের এই কাজ শুধু নাসিরনগর নয় বরং বাংলাদেশের জন্য গর্বের।

ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সাংসদ বি.এম ফরহাদ হোসেন সংগ্রাম, এম.পি জানান বিষয়টি খুবই আনন্দের। আমি তাকে স্বাগত জানিয়েছে। সে আমাদের নাসিরনগর উপজেলাকে বিশ্বের বুকে তুলে ধরেছেন।


কুমিল্লা টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

বিজ্ঞাপন

সকল স্বত্বঃ কুমিল্লা টাইমস কতৃক সংরক্ষিত

Site Customized By NewsTech.Com