ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বাংলাদেশ ডেভেলবমেন্ট ব্যাংকের নিরাপত্তাকর্মী রাজেশ বিশ্বাস (২৩) এর হাত পা বাধা রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার শরিয়তনগরের স্টেশন রোড নজরুল মেডিকেল ভবনের দ্বিতীয়তলা থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়। নিহত রাজেশ সিলেটের জকিগঞ্জ উপজেলার চান্দপুর এলেকার হীরুদ বিশ্বাসের ছেলে। সে ব্যাংকের নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত ছিল।
এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ব্যাংকের দুজন নিরাপত্তাকর্মীকে আটক করেছে। আটকৃতরা হলো রুহুল আমিন ও নাহিদ মিয়া। ঘটনাতদন্তে ইতিমধ্যে পিবিআই ও সিআইডির একাধিক টিম তদন্ত শুরু করেছে।
পুলিশ ও ব্যাংক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ব্যাংকের কাজ শেষ করে রাতে ব্যাংকের ভিতরেই নিরাপত্তার দায়িত্বে ছিল রাজেশ। শনিবার রাতে ব্যাংকের একজন কর্মকর্তা এসে ভিতরে যাওয়ার জন্য দরজার ডাকাডাকি করেও কোন সাড়া পাচ্ছিল না। পরে তারা পুলিশকে খবর দিলে পুলিশ এসে দরজা ভেঙ্গে ভিতরে ডুকে রাজেশের হাত পা বাধা রক্তাক্ত লাশ দেখতে পায়। এসময় ব্যাংকের বিভিন্ন ড্রয়ার ভাংগা ও জানালার গ্রীল কাটা পাওয়া যায়। তবে ব্যাংকের বোল্ট ভাংগার চেষ্টা করলেও তা সুরক্ষিত আছে। পরে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশ সুপার মো. আনিসুর রহমান। এ সময় তিনি সাংবাদিকদের জানান, ব্যাংকের পিছনের একটি জানালার গ্রীল কাটা পাওয়া যায়। কি কারনে এবং কারা এই ঘটনাটি ঘটিয়েছে তা আমাদের তদন্ত চলছে। এই ঘটনার সাথে যারা জড়িত তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে।