ডেস্ক রিপোর্ট:
কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা পুলিশ গত ২৪ নভেম্বর উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে ৮০(আশি) পিস ইয়াবা ট্যাবলেট ১ জনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ।
থানা সূত্রে জানা গেছে, ব্রাহ্মণপাড়া অফিসার ইনচার্জ শেখ মাহমুদুল হাসান রুবেলের নির্দেশে, এসআই মোহাম্মদ সৌরভ হোসেন সঙ্গীয় ফোর্সসহ ব্রাহ্মণপাড়া উপজেলার সদর ইউনিয়নে অভিযান পরিচালনা করে। অভিযানে ব্রাহ্মণপাড়া বাজারের গুলশান পুষ্প বিতান এর সামনে (ব্রাহ্মণপাড়া – বুড়িচং) গামী পাকা রাস্তার উপর হইতে আউয়াল মিয়া(২৭) কে গ্রেফতার করে। এসময় তার দখল হইতে বায়ুনিরোধক পলিপ্যাক হইতে ৮০(আশি) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।
গ্রেফতারকৃত আউয়াল মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার গিরিশনগর গ্রামের আঃ রাজ্জাকের ছেলে। পুলিশ তার বিরোদ্ধে ব্রাহ্মণপাড়া থানায় মাদক আইনে মামলা দায়ের করেছে।
এব্যাপারে ব্রাহ্মণপাড়া থানা অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান রুবেল সত্যতা স্বীকার করে বলেন, “আসামীকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।