- মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলায় এক ট্রাভেল এজেন্সী ব্যবসায়ীকে তিন দিনের মধ্যে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছে একজন মাদকসেবী।
প্রাণনাশের হুমকির পর মঙ্গলবার রাতে জীবনের নিরাপত্তা চেয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ব্যবসায়ী গোলাম জিলানী। উপজেলার নবীপুর পূর্ব ইউনিয়নের নগরপাড় গ্রামে এই ঘটনা ঘটে।
ব্যবসায়ী গোলাম জিলানী নগরপাড় গ্রামের শাহ আলম মিয়ার ছেলে। হুমকিদাতা লাল মিয়া(২৮) উপজেলার যাত্রাপুর ইউনিয়নের রঘুরামপুর গ্রামের খলিলুর রহমানের ছেলে, বর্তমানে নগরপাড় গ্রামে বাসা ভাড়া করে বসবাস করছে। এদিকে গ্রামের নিরীহ প্রকৃতির ছেলে ব্যবসায়ী জিলানীকে এক মাদকাসক্ত কতৃক প্রকাশ্যে হত্যার হুমকি দেয়ায় সুশীল সমাজসহ স্থানীয়দের মাঝে চরম উৎকন্ঠা বিরাজ করছে।
জানা যায়, উপজেলার কোম্পানীগঞ্জ বাজারের ট্রাভেল এজেন্সী ব্যবসায়ী গোলাম জিলানী তার নিজ গ্রাম নগরপাড়ে দীর্ঘদিন ধরে সংগঠনের মাধ্যমে সামাজিক কার্যক্রমের পাশাপাশি এলাকায় মাদক, জুয়া, ইভটিজিংসহ অসামাজিক কাজের বিরুদ্ধে সাংগঠনিক ভাবে কাজ করে যাচ্ছে। ব্যবসায়ীর এসব কাজে ক্ষিপ্ত হয়ে গত কয়েকদিন যাবত যাত্রাপুর ইউনিয়নের রঘুরামপুর গ্রামের খলিলুর রহমানের ছেলে লাল মিয়া তাকে বিভিন্ন ভাবে হুমকি প্রদান করে আসছে।
এরই জের ধরে গত সোমবার রাতে বখাটে লাল মিয়া নগরপাড় চৌরাস্তা মোড়ে জনসম্মুখে ব্যবসায়ী জিলানীকে ৩দিনে মধ্যে হত্যা করে লাশ গুম করে ফেলার ঘোষনার মাধ্যমে হুমকি প্রদান করে। প্রকাশ্যে হুমকির পর ব্যবসায়ী প্রাণের নিরাপত্তা চেয়ে মুরাদনগর থানায় বখাটে লাল মিয়াসহ অজ্ঞাত বেশ কয়েকজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন।
এলাকাবাসী জানায়, বখাটে লাল মিয়ার বিরুদ্ধে চাঁদাবাজি, মাদক কারবার, ও হুমকি প্রদানসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।
হুমকি প্রদানকারী অভিযুক্ত লাল মিয়ার সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
হুমকি প্রদানকারী অভিযুক্ত লাল মিয়ার সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর বলেন, অপরাধ দমনে থানা পুলিশ তৎপর রয়েছে। বিষয়টি তদন্ত করে দ্রæত ব্যবস্থা গ্রহন করা হবে।