মোরশেদুল আলম চৌধুরী, চন্দনাইশ প্রতিনিধিঃ
চন্দনাইশে সামাজিক সংগঠন বীর মুক্তিযোদ্ধা মরহুম হারুণ আল জাফর চৌধুরী স্মৃতি ফাউন্ডেশন শতাধিক শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেন।
৪ ফ্রেবুয়ারী বৃহস্পতিবার বিকালে এই সংগঠনের উদ্যোগে চন্দনাইশ উত্তর হাশিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দাতা সদস্য মোঃ রেজাউল করিম চৌধুরী দুলাল এর সভাপতিত্বে এক আলোচনা সভা ও কম্বল বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলার সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এম জাফর আলী হিরু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলার সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ফেরদৌস আলী খাঁন।
এতে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ গাছবাড়িয়া সরকারী কলেজ এর সাবেক সভাপতি জমির উদ্দিন চৌধুরী। বিশেষ বক্তা ছিলেন মোঃ মোরশেদুল আলম খোকন।
এই সময় বক্তারা বলেন বিপদের সময় অসহায় দুস্থ মানুষের পাশে দাঁড়ানো সকলের নৈতিক দায়ীত্ব। সকল অসহায়দের পাশে দাঁড়ানো সরকারের পক্ষে একা কিছুই করা সম্ভব হয় না এই শীতে দেখা যায় রেললাইনের বস্তিতে, বাসস্ট্যান্ডে, গাছতলায় কিংবা ব্রিজের রেলিংয়ে লুঙ্গি অথবা গামছা দিয়ে শরীরটা মুড়িয়ে শুয়ে আছে হাজার হাজার ছিন্নমূল মানুষ আর পথশিশু। তারা শুধু একটি উষ্ণ কাপড়ের অভাবে শীতের সাথে আলিঙ্গন করে রাত্রিযাপন করছে।
তাই আজ বীর মুক্তিযোদ্ধা মরহুম হারুন আল জাফর চৌধুরী স্মৃতি ফাউন্ডেশন এর মত সব সংগঠনকে এই সব অসহায়-দরিদ্র আর ছিন্নমূল শীতার্ত মানুষগুলোকে হাড় কাঁপানো শীত থেকে বাঁচাতে শীতবস্ত্র বিতরনের এগিয়ে আসতে হবে।