ফয়সাল মবিন পলাশঃ
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কুমিল্লা জেলা কমান্ড কাউন্সিল এর যুগ্ম আহবায়ক সেলিম খানের বাবা, কুমিল্লার হোমনা উপজেলার মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সাংগঠনিক সম্পাদক ও জয়পুর ইউনিয়নের শ্রীপুর গ্রামের বীরমুক্তি যোদ্ধা আবুল বাশার ফুল মিয়াকে মরহুমের জানাজার নামাজ আজ দুপুর ২ টায় শ্রীপুর মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়।
মুক্তিযোদ্ধা আবুল বাশার ফুল মিয়াকে উপজেলা প্রশাসকের পক্ষ থেকে গার্ড অব অনার দিয়ে রাষ্ট্রীয় মর্যাদায় দিয়ে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
তিনি দীর্ঘদিন যাবৎ অসুস্থ্য থাকা অবস্থায় গত ২ ফেব্রুয়ারী ভোর ৫ টার দিকে জাতীর এই বীর সন্তান শেষ নিশ্বাস ত্যাগ করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন) মৃত্যু কালে স্ত্রী ছেলে মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহি রেখে যান।
বীর মুক্তিযোদ্ধা ফুল মিয়ার মৃত্যুতে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কুমিল্লা জেলা কমান্ড কাউন্সিল ও কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল সহ সকল মুক্তিযোদ্ধা ও তাদের পরিবার সহ এলাকার সর্বস্তরে লোক জন গভীর শোকা প্রকাশ করেন। বিদেহী আত্মার মাগফিরাতের জন্য দোয়া করেন।
বীর মুক্তিযোদ্ধা ফুলমিয়া একজন ভালো মানুষ ছিলেন। সাহসী ও প্রতিবাদী একজন ব্যক্তি ছিলেন। তিনি জীবিত থাকা অবস্থায় মুক্তিযোদ্ধাদের স্বার্থ রক্ষায় সব সময় কাজ করেছেন। মুক্তিযোদ্ধা পরিবারের প্রতি ওনার যতেষ্ট আন্তরিকতা ও ভালোবাসা ছিল।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের চেয়ারম্যান সোলায়মান মিয়া ও মহাসচিব শফিকুল ইসলাম বাবু সহ কুমিল্লা জেলা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক সাংবাদিক ফয়সাল মবিন পলাশ শোকাহত পরিবারের জন্য সমবেদনা প্রকাশ করে বিদেহী আত্মার জন্য মাগফিরাত কামনা করেন।