মহি উদ্দিন আরিফ, ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
ফ্রান্সে কার্টুন চিত্র একে বিশ্ব নবী হযরত মুহম্মাদ (সাঃ)কে অবমাননা করার প্রতিবাদে সুনামগঞ্জের ধর্মপাশা, বাদশাগঞ্জ বাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্টিত হয়। সমাবেশটি আয়োজন করেন বাদশাগঞ্জ অঞ্চলের মুসলিম জনতা।
বুধবার (২৮ অক্টোবর) সকাল ১১ঘটিকায় বাদশাগঞ্জ বাজারে বিক্ষোভ মিছিল পরবর্তী এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
হাফেজ আমিনুল হক এর সভাপতিত্বে এবং হাফেজ ফয়সাল আহমেদ জিহাদী সাহেবের পরিচালনায় সমাবেশটি শুরু হয়।
মিছিল শেষে বক্তারা বলেন, আমরা গভীর ক্ষোভ ও উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, ফরাসি ঘৃণিত পত্রিকা শার্লি এবদো কর্তৃক প্রকাশিত বিশ্বের সর্বশ্রেষ্ঠ আদর্শ মহাপুরুষ মহানবী হজরত মোহাম্মদকে (সা:) নিয়ে ব্যঙ্গাত্মক কার্টুন ফরাসি সরকার পুলিশ প্রহরায় অট্টালিকার দেয়ালে টাঙিয়ে প্রদর্শনের ব্যবস্থা করেছে।বাকস্বাধীনতার নামে এমন জঘন্যতম অন্যায় কোনোভাবেই মেনে নেয়া যায় না।
তারা বলেন, এমন অসভ্য কর্মকাণ্ড বন্ধ না করলে বিশ্বব্যাপী ম্যাঁক্রো সরকারকে বয়কট করা হবে। বাংলাদেশ সরকারকে এ ঘটনায় ফ্রান্সের প্রতি রাষ্ট্রীয় নিন্দা ও প্রতিবাদ জানাতে হবে।
পাশাপাশি ব্যবসায়ীদের ফ্রান্সের সকল পন্য বর্জন করার আহ্বান জানান। এছাড়া সরকারের কাছে রাষ্ট্রীয়ভাবে ফ্রান্সের দুতাবাস বন্ধের দাবি জানান।
সমাবেশ এ আরো বক্তব্য দেন, সমাবেশ এর প্রধান অতিথি মুফতী আবুল বসার, বাদশাগঞ্জ জামে মসজিদ এর ইমাম আনোয়ার হোসাইন,বাদশাগঞ্জ মাদ্রাসার মুহতামিম আমিনুল হক, গাভী মাদ্রাসার মুহতামিম আবুল বাশার, বৌলাম মসজিদ এর ইমাম ওমর ফারুক,মাহবুবুর রহমান, হাফেজ আবুল বাশার, বীর মাদ্রাসার মুহতামিম হাফেজ শহিদুল্লাহ, সোহাগ বিল্লাহ সহ আরো অনেকে।