কুমিল্লার মুরাদনগর উপজেলার বিয়াম ল্যাবরেটরি স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলার নবীপুর পূর্ব ইউনিয়নের নগরপাড় স্কুল ক্যাম্পাসে এই আয়োজন সম্পন্ন হয়।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজমুল করিম ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে ফলাফল ও পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি আলাউদ্দিন ভূইয়া জনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানিগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজের অধ্যক্ষ নুরুল হক, কোম্পানিগঞ্জ বদিউল আলম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মফিজ উদ্দিন।
এসময় অন্যান্যের মাঝে আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন সদস্য ডাঃ ফারুক আজম। শিক্ষক আবদুল খালেকের সঞ্চালনায় অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সাংবাদিক নাজিম উদ্দিন।
অনুষ্ঠানে প্লে শ্রেনী থেকে পঞ্চম শ্রেণীর সকল শিক্ষার্থীদের ফলাফল প্রকাশ ও তাদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।
এসময় বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন।