নিজস্ব প্রতিনিধি (নারায়ণগঞ্জ):
নিটিং ব্যবসায়ীদের সংগঠন “বাংলাদেশ নিটিং ওনার্স এসোসিয়েশন (বিকেওএ)” নির্বাচনে সম্মিলিত নিট ঐক্য পরিষদের ‘প্যানেল লিডার’ লতিফ নিটিং মিলস্ এর কর্ণধার মো. মাহবুবুর রহমান স্বপন সভাপতি পদে নির্বাচিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ মে) বিকালে নির্বাচিত পরিচালকদের মধ্যে ‘অফিস বেয়ারার’ কমিটির নির্বাচনে সভাপতি হয়েছেন তিনি।
নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ও বিকেএমইএর প্রথম সহ-সভাপতি মোহাম্মদ হাতেম সভাপতি হিসেবে তার নাম ঘোষণা করেন। এসময় নির্বাচন পরিচালনা বোর্ডের সদস্য নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ এর পরিচালক ফারুক বিন ইউসুফ পাপ্পু ও অন্য সদস্য বাংলাদেশ নিটিং ওনার্স এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. আবু তাহের শামীম উপস্থিত ছিলেন।
অফিস বেয়ারার কমিটিতে বিনা প্রতিদ্বন্ধীতায় সিনিয়র সহ-সভাপতি পদে মো. আবুল বাসার, সহ-সভাপতি পদে রাকিবুল হাসান রাকিব, সহ-সভাপতি পদে মো. জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি (অর্থ) পদে নির্বাচিত হয়েছেন মো. কবির হোসেন ভূইয়া বাবুল।
এছাড়া মো. ফারুক আহমেদ, মো. আকবর হোসেন, নির্মলৈ চন্দ্র রায়, মো. বাস্তব হোসেন, মো. নুরুল ইসলাম, মো. মজিববর রহমান , মো. সাহারীয়া জুয়েল, মো. মুকুল হোসেন, মো. জাহিদুল আউয়াল টুটুল, মো. শহিদুল ইসলাম, মো. আলী রেজা, মো. কামাল হোসেন, মো. সিরাজুল ইসলাম, মো. নুরজ্জামান খাঁন ও মো. মহসিন মৃধাকে পরিচালক নির্বাচিত করা হয়েছে।
রাতে এক প্রতিক্রিয়ায় বিকেওএ নবনির্বাচিত সভাপতি মো. মাহবুবুর রহমান স্বপন লাইভ নারায়ণগঞ্জকে বলেন, ‘বাংলাদেশ নিটিং ওনার্স এসোসিয়েশনের ভায়েরা যে গুরুত্বপূণ দায়িত্ব আমাকে দিলেন। আমরা সকলেই চেষ্টা করবো সেই দায়িত্ব অক্ষরে অক্ষরে পালন করতে চাই। প্রথমেই আমি কাজের মজুরী বৃদ্ধি নিয়ে গার্মেন্টস মালিকদের সংগঠন বিকেএমইএ-বিজিএমইএর সাথে বসবো। এরপর ধীরে ধীরে অন্যান্য সমস্যা গুলো সমাধানে হাত দিবো।’
প্রসঙ্গত, গত ২৬ মে অনুষ্ঠিত পরিচালক নির্বাচনে মো. মাহবুবুর রহমান স্বপনের সম্মিলিত নিট ঐক্য পরিষদ ২১টি পদের মধ্যে ১৮টিতে জেতে। আর ‘ফোরাম’ জেতে বাকি ৩টি পদে।