- আরিফ গাজি:
মুরাদনগর উপজেলার বাবুটিপাড়া ইউনিয়ন স্বপ্নচূড়া সমাজ সংঘ’র ১৫ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি আজ ১০ জুলাই গঠন করা হয়েছে।
উক্ত কমিটিতে আহ্বায়ক হিসেবে আশরাফ সাগর (জবি) ও সদস্য সচিব হিসেবে মোঃ কামরুজ্জামান (ঢাবি) মনোনিত হয়েছেন। আহ্বায়ক কমিটি অনুমোদন করেন সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক সাইফুল ইসলাম সোহাগ।
বাবুটিপাড়া ইউনিয়ন স্বপ্নচূড়া সমাজ সংঘ একটি স্বেচ্ছাসেবী অরাজনৈতিক সামাজিক সংগঠন। সংগঠনটি ২০২২ সালের ২৫ ফেব্রুয়ারি গঠিত হয়। কুমিল্লার মুরাদনগর উপজেলার ২১ নং বাবুটিপাড়া ইউনিয়নে “মানবসেবায় পাশে আছি, পাশে আছি নির্ভয়ে” মূলমন্ত্রে উজ্জ্বীবিত হয়ে বিভিন্ন মানবসেবামূলক কর্মকান্ড পরিচালনা করে আসছে।
বাবুটিপাড়া ইউনিয়ন স্বপ্নচূড়া সমাজ সংঘ’র সাংগঠনিক কাঠামো নির্মানের লক্ষ্যে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। উক্ত কমিটির সদস্যবৃন্দ মিলে সংগঠনের গঠনতন্ত্র প্রণয়ন ও কাউন্সিলের মাধ্যমে আগামী ৩ মাসের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি করবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
১৫ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে মতিউর রহমান সরকার দুখু(ঢাবি), আফসার আল তৈয়বী(কুবি), মেহেদী হাসান বুলবুল(হাবিপ্রবি), মোঃ আবু হানিফ(জবি), মোঃ সাইফুল ইসলাম(চবি) ও সদস্য হিসেবে মাঈনউদ্দিন সরকার, মোশারফ হোসেন সরকার, মোঃ মামনুল ইসলাম মমিন(জাবি), কাইয়ুম হোসেন(ঢাবি), ইমরান হোসেন(জবি), ইসতিয়াক আহমেদ সিফাত(কুবি), মেহেদী হাসান(ঢাবি) ও তাওহিদ জামান মিতুল(বিএমএ) মনোনিত হন।