- নিজস্ব প্রতিবেদক, মুরাদনগর:
কুমিল্লায় মুরাদনগরের বাবুটিপাড়া ইউনিয়নে অসহায় ২০০ টি পরিবারের মাঝে কম্বল বিতরণ করেছে “বাবুটিপাড়া ইউনিয়ন স্বপ্নচূড়া সমাজ সংঘ।” সংগঠনটি ইউনিয়নের ৯ টি ওয়ার্ডে প্রকৃত শীতার্তদের তালিকা যাচাই-বাছাই করে গত ২০ জানুয়ারি রোজ শনিবার থেকে শুরু করে ২২ জানুয়ারি মঙ্গলবার বিতরণ শেষ করে। সংগঠনের নিবেদিত সদস্যরা প্রতিটি পরিবারের সদস্যদের হাতে কম্বলগুলো পৌঁছে দেয়।
বাবুটিপাড়া গ্রামের আসহাদুল ইসলাম নাসির নগদ ১৮ হাজার টাকা ও একই গ্রামের প্রবাসী আলাউদ্দিন ওরফে আওলাদ নগদ ৫০ হাজার টাকা সংগঠনে অনুদান প্রদান করেন। ইউনিয়নের দরিদ্রদের শীতে উষ্ণতা দিতে গ্রামের এ দুই কৃতিসন্তান এগিয়ে আসেন।
বাবুটিপাড়া ইউনিয়নের প্রকৃত শীতার্তরা যেন কম্বলগুলো হাতে পায় সেজন্য সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক জনাব সাইফুল ইসলাম সোহাগ কম্বলগুলো শীতার্তদের বাড়িতে পৌঁছে দিতে নির্দেশনা দেন। তাছাড়া কম্বল বিতরণে অনুদান পেতে এবং সুষ্ঠভাবে বন্টন করতে সার্বিকভাবে সহযোগিতা করেন।
কম্বলগুলো ইউনিয়নের ৯ টি ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে সংগঠনের সদস্যরা বিতরণ করেন। কম্বল বিতরণের সময় প্রকৃত শীতার্তদের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, ক্ষেত্রবিশেষে মূল কপির ছবি/মোবাইল নম্বর সংগ্রহ করেন।
এ সময় বাবুটিপাড়া গ্রামের সংগঠনের সদস্য আনিস মাঝি, প্রতিষ্ঠাতা মতিউর রহমান সরকার দুখু, জাহিদ, সিয়াম, বশির, পান্তির আনিস বিন মালেক, গান্দ্রার মেহেদী হাসান, দৈয়ারার সংগঠনের প্রতিষ্ঠাতা মোঃ কামরুজ্জামান, কালাডুমুরের কাউসার আহমেদ, নরসিংহপুরের মোঃ আফসার আলী, লাজৈর গ্রামের কামাল হোসেন ও দড়ানিপাড়ার আরিফুল ইসলাম এলাকাবাসীর সহযোগিতায় কম্বলগুলো বিতরণ করেন।
২১ নং বাবুটিপাড়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডে (পান্তি) ২৭ টি, ২ নং (গান্দ্রা), ৩ নং (দৈয়ারা) ও ৪ নং (নরসিংহপুর, নতুন বাবুটিপাড়া, তেলুয়া, মাইনকা) ওয়ার্ডে যথাক্রমে ২০ টি করে কম্বল বিতরণ করা হয়। ইউনিয়নের ৫ নং ( বাবুটিপাড়া উত্তর) ও ৬ নং ( বাবুটিপাড়া দক্ষিণ) ওয়ার্ডে যথাক্রমে ৩৯ টি ও ২৮ টি কম্বল দেয়া হয়েছে। ৭ নং (দড়ানিপাড়া, নোয়াপুস্করিনি) ওয়ার্ডে ১৮ টি ও ৮ নং (কালাডুমুর, রামপুর) এ ১০ টি কম্বল বিতরণ করে সংগঠনের সদস্যরা। সর্বশেষ ৯ নং (আসাদনগর, লাজৈর) ওয়ার্ডে ১৮ টি কম্বল বিতরণের মধ্য দিয়ে ২০০ টি কম্বল বিতরণ কার্যক্রমটি সমাপ্ত হয়।