সাজ্জাদ হোসেন শিমুল:
কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানায় ২লক্ষ ৪০হাজার টাকা মূল্যের ১৬কেজি গাঁজা ও একটি সিএনজি সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৫ মে) দিবাগত রাত ৩টা ১৫মিনিটে বাঙ্গরা বাজার থানাধীন পীর কাশিমপুর ভূমি অফিসের পূর্বপাশ থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন আন্দিকুট ইউনিয়নের কৈশার গ্রামের আব্দুর রাজ্জাক ব্যাপারীর ছেলে সোহেল মিয়া (৪০) ও একই উপজেলার আন্দিকুট গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে খোকন মিয়া, প্রকাশ কনু মিয়া (৩৫)।
বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুজ্জামান তালুকদার বলেন, কুমিল্লা জেলা পুলিশ সুপারের দিক নির্দেশনায় মুরাদনগর সার্কেলের তদারকিতে আমাদের সাবইন্সপেক্টর জাহাঙ্গীর আলমের নেতৃত্বে এ.এস.আই মেহেদি হাসানসহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন পীর কাশিমপুর অভিযান পরিচালনা করে।
এসময় একটি সিএনজি সন্দেহজনক হওয়ায় মাদক ব্যবসায়ীদ্বয়কে জিজ্ঞাসাবাদের এক পর্যায় সিএনজিতে মাদক বহন করেছে বলে জানায় তার। পরে সিএনজিটি তল্লাশী করে পলিথিনে মোড়ানো ২লক্ষ ৪০হাজার টাকা মূল্যের ২কেজি করে মোট ৮টি ব্যাগে ১৬কেজি গাঁজার উদ্ধার করা হয়।
এ ঘটনায় শনিবার (১৫ মে) দুপুরে ওই মাদক ব্যবসায়ী দুজনের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।