মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগর উপজেলার নবীয়াবাদ এলাকা থেকে ১২কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে বাঙ্গরা বাজার থানা পুলিশ।
মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন পূর্বধইর পশ্চিম ইউনিয়নের নবীয়াবাদ মাদ্রাসা মার্কেটের সামনে থেকে তাদের আটক করা হয়। এসময় মাদক পাচার কাজে ব্যবহৃত
একটি মাইক্রোবাস জব্দ করে পুলিশ।
আটককৃত মাদক ব্যবসায়ীরা হলো ব্রাহ্মনবাড়িয়া জেলার বিজয়নগর থানাধীন কাশিনগর গ্রামের মৃত আবদুল মোতালেবের ছেলে মোশাররফ হোসেন মুছা(৩৭) এবং একই গ্রামের মৃত মতি মিয়ার ছেলে সহিদ মিয়া(৪৫)।
পুলিশ সুত্রে জানা যায়, পার্শবতীর্ ব্রাহ্মনপাড়া উপজেলার মাধবপুর থেকে একটি মাদকের চালান বাঙ্গরা বাজার থানা এলাকা হয়ে নবীনগর যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বাঙ্গরা বাজার থানার এসআই হৃদয় পালের নেতৃত্বে একদল পুলিশ মাধবপুর—কাশিমপুর সড়কের নবীয়াবাদ মাদ্রাসা মার্কেটের সামনে যানবাহনে
তল্লাশী অভিযান চালায়। অভিযান চলাকালে সাদা রংয়ের একটি (ঢাকা মেট্রো—চ—১৩—৫০৪৪ নাম্বারের) মাইক্রোবাস তল্লাশী করে ১২কেজি গাঁজা উদ্ধারসহ দুই
মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এসময় মাদক পাঁচারের কাজে ব্যবহৃত মাইক্রোবাসটি জব্দ করে পুলিশ।
বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রিয়াজ উদ্দিন চৌধুরী বলেন, কুমিল্লা জেলা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে বাঙ্গরা বাজার থানা এলাকাকে মাদক মুক্ত করার জন্য আমরা অভিযান পরিচালনা করে যাচ্ছি। এর অংশ হিসেবেই ১২কেজি গাঁজাসহ আটক দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে বুধবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে কুমিল্লা জেল—হাজতে প্রেরণ করা হয়েছে।