- বাঙ্গরাবাজার থানা প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগরে এক অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে বাঙ্গরাবাজার থানা পুলিশ।
উপজেলার শ্রীকাইল ইউনিয়নের ০৭ নং ওয়ার্ডের সোনাকান্দা গ্রামে এই মৃত দেহ উদ্ধা করা হয়।
সোনাকান্দা পুরাতন গ্যাস ফিল্ডের উত্তরপাশ সংলগ্ন বিলের মাঝখানে অজ্ঞাতনামা ওই লাশের সন্ধান পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় বাঙ্গরা বাজার থানা পুলিশ।
এসময় বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন চৌধুরী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে একটি অজ্ঞাতনামা ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছি। এই ব্যক্তিকে কেউ চিনে থাকলে দ্রুত থানায় যোগাযোগ করার অনুরোধ জানান তিনি।
জনাব রিয়াজ উদ্দিন ভার প্রাপ্ত কর্মকর্তা, বাঙ্গরাবাজার থানামোবাইল : ০১৩২০-১১৪৪১২