আবদুল্লাহ আল নোমান, বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধিঃ
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মোরঘোনাছড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিপুল পরিমাণ অবৈধ সেগুন কাঠ আটক করেছে ২৭ বিজিবি মারিশ্যা জোন। শুক্রবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টায় এই অভিযান চালায় বিজিবি।
এ সময় বিজিবি’র অবস্থান টের পেয়ে কাঠ ফেলে পালিয়ে যায় পাচারকারী দলের সদস্যরা। পরে আশপাশের এলাকায় তল্লাশি চালিয়ে সেগুন ও গামারি প্রায় ১৫০ ঘন ফুট অবৈধ কাঠ আটক করে। আটককৃত কাঠের আনুমানিক বাজার মূল্য ৩ লক্ষ টাকা বলে জানিয়েছে বিজিবি।