ফয়সাল মবিন পলাশঃ
কুমিল্লায় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের (সিবিএ) নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে আকতার-মাজেদ পরিষদ, খায়ের-হুমায়ুন পরিষদকে হারিয়ে বিজয়ী হয়েছেন।
বুধবার (২১ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মোট ২১৪ জন ভোটারের মধ্যে ২১৩ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেণ। এর মধ্যে আকতার-মাজেদ পরিষদ ছাতা প্রতীকে ১১৩ ভোট পেয়ে বিজয়ী হন। আর খায়ের-হুমায়ুন পরিষদ হাতুড়ী প্রতীকে পান ১০০ ভোট।
নির্বাচনের প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন শ্রম অধিদপ্তরের সহকারী পরিচালক মো.আকতারুজ্জামান।
প্রিজাইডিং অফিসার মো.আকতারুজ্জামান জানান, অত্যান্ত সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ১১৩ ভোট পেয়ে বিজয়ী হন ছাতা প্রতীকের আকতার-মাজেদ পরিষদ। এই পরিষদের সভাপতি আকতার হোসেন আর সাধারণ সম্পাদক সাজেদুর রহমান লিটন।