- ডেস্ক রিপোর্ট, কুমিল্লা টাইমস:
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি (বাইউস্ট), কুমিল্লা-এর ত্রয়োদশ শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ নভেম্বর) সকালে কুমিল্লার আদর্শ সদর উপজেলার সৈয়দপুরে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন বাইউস্টের উপাচার্য ও শৃঙ্খলা কমিটির সভাপতি কর্নেল প্রফেসর মো. মোশাররফ হোসেন মিয়া (অব.)।
সভায় শৃঙ্খলা কমিটির সদস্য হিসাবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কর্নেল মো. বদরুল আহসান, পিএসসি (অব.), সায়েন্স এন্ড হিউম্যানিটিজ অনুষদের ডিন ড. ওয়াহিদা জামান লস্কর, আইন বিভাগের বিভাগীয় প্রধান ড. নাঈম আলিমুল হায়দার এবং শৃঙ্খলা কমিটির সদস্য সচিব ও প্রক্টর মো. নিয়াজ মোর্শেদুল হক।
সভায় ইতোপূর্বে অনুষ্ঠিত শৃঙ্খলা কমিটির সভার কার্যবিবরণী অনুমোদন করা হয় এবং শৃঙ্খলা বিষয়ে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।