নিজস্ব প্রতিবেদকঃ
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল আয়োজিত ২৩শে ফেব্রুয়ারি ঢাকা শাহাবাগ চত্বরে ৩০% কোটা সহ ৭ দফা দাবী আদায়ের লক্ষ্যে আন্দোলন কে সফল করতে কেন্দ্রীয় নেতৃবৃন্দরা প্রথম সাংগঠনিক সফর শুরু করলেন চট্টগ্রাম থেকে।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ চট্টগ্রাম বিভাগের আয়োজনে গত শুক্রবার (১৫ জানুয়ারি) বিকাল ৩ টায় চট্টগ্রাম প্রেস ক্লাব মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম বিভাগের সভাপতি কফিল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথীর বক্তব্য রাখেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সোলায়মান মিয়া, প্রধান বক্তার বক্তব্য রাখেন মহাসচিব সফিকুল ইসলাম বাবু।
বক্তৃতায়, ৩০% কোটা সহ ৭ দফা দাবীতে ২৩ ফেব্রুয়ারী সকাল ১০ ঘটিকায় শাহাবাগে অবরোধ ও লাগাতার অবস্থান কর্মসুচিতে সকল মুক্তিযোদ্ধা সহ মুক্তিযোদ্ধা পরিবারের সকল সদস্যদের শাহবাগ চত্বরে আন্দোলনে যোগদান করার আহবান জানান বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ সোলায়মান মিয়া।
বিশেষ অতিথীর বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সিনিয়র ভাইস চেয়ারম্যান সজীব সরকার, ভাইস চেয়ারম্যান তসলিম রেজা, কোরবান মোল্লা, মাকসুদুল আলম বাবুল, যুগ্ম মহাসচিব মোঃ শাহ আলম পাঠান, আবু সুফিয়ান ফারুক, সাংগঠনিক সম্পাদক আকতারুজ্জামান আলমগীর, মাসুম বিল্লা, এ.কে.এম. ফকরুদ্দীন আহম্মদ, আন্তর্জাতীক বিষয়ক সম্পাদক মোঃ সানাউল্লাহ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নাসরিন আক্তার বিথী, উপ-প্রচার সম্পাদক জামিল আহম্মদ রাজু।
বক্তারা বলেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের ৭ দফা দাবীর মধ্যে অন্যতম হলো সরকারি সহ সব পদে ৩০% মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহাল ও মুক্তিযোদ্ধাদের সাংবিধানিক স্বীকৃতি সহ মুক্তিযোদ্ধা পরিবার সুরক্ষা আইন পাস করতে হবে।
মুজিব কোটের পবিত্রতা রক্ষায় সিনেমা, সিরিয়াল ও নাটকে মন্দ চরিত্রে মুজিব কোট পরে অভিনয় করা নিষিদ্ধ করে আইন পাস করতে হবে। হাসপাতাল, সরকারি অফিস, বিমানবন্দরসহ সব ক্ষেত্রে মুক্তিযোদ্ধাদের ভিআইপি মর্যাদা দিতে হবে।
আরো বক্তব্য রাখেন, চট্টগ্রাম বিভাগের সাধারণ সম্পাদক আব্বাস উদ্দিন, চট্টগ্রাম মহানগরের আহবায়ক মনজুরুল ইসলামসহ বিভাগীয় নেতা, জেলা উপজেলার সকল আহবায়ক ও সদস্যসচিবগণ।
পরে কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা মহাসচিব শফিকুল ইসলাম বাবু’র ৫৫ তম জন্মদিন উপলক্ষে কেক কেটে সম্মেলন সমাপ্তি করা হয়।