নিজস্ব প্রতিবেদকঃ
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কুমিল্লা জেলা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
সাংবাদিক ফয়সাল মবিন পলাশকে আহবায়ক ও মোহাম্মদ মাসুম আলম পলাশকে সদস্য সচিব করে ৩৩ সদস্য বিশিষ্ট ওই কমিটির অনুমোদন দেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল এর চেয়ারম্যান সোলাইমান মিয়া ও মহাসচিব সফিকুল ইসলাম বাবু সহ সকল নেতারা।
মঙ্গলবার (১৩ অক্টোবর) আহবায়ক কমিটির আহবায়ক সাংবাদিক ফয়সাল মবিন পলাশ স্বাক্ষরিত একটি বার্তায় জানান, ‘বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল এর চেয়ারম্যান সুলাইমান মিয়া ও মহা সচিব সফিকুল ইসলাম বাবু ওই কমিটির অনুমোদন দেন।
এসময় বলা হয় গঠতন্ত্র মোতাবেক কমিটি পরিচালিত হবে। এছাড়াও ৩ মাসের মধ্যে পূণাঙ্গ কমিটি করার জন্য নির্দেশ দেওয়া হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলো যুগ্ম আহবায়ক আজিজুর রহমান, নূর মোহাম্মদ সাইফুল, সাংবাদিক আব্দুস সালাম ভূইয়া, সেলিম খান, আ.আ.ম. নোমান, যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদিন, মাজেদুল ইসলাম সবুজ, ইন্জিনিয়ার কামরুল হাসান, সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন, বদরুল হাসান টিপু, নজরুল ইসলাম রুবেল, প্রচার সম্পাদক সাংবাদিক ইব্রাহিম, যুগ্ম প্রচার সম্পাদক সাইফুল ইসলাম, আবু সায়েদ, দপ্তর সম্পাদক নজরুল ইসলাম, জাহিদুল ইসলাম, আব্দুল হান্নান বাবু, আইন বিষয় সম্পাদক এডভোকেট আনোয়ারুল হক দিপু, শিক্ষা বিষয়ক সম্পাদক মাসুদ ইকবাল, সদস্য রাকিবুল ইসলাম, সদস্য আবদুল কাইয়ুম, সদস্য ওমর ফারুক, শাহপরান, সদস্য সাংবাদিক সাজ্জাদ হোসেন শিমুল, মনিরুল ইসলাম, কামরুল হাসান, খন্দকার মিজান আজাদ, জুলেখা আক্তার, রহিমা খাতুন, সাফায়েত ইসলাম।