সাজ্জাদ হোসেন শিমুলঃ
বুধবার (২৮ জানুয়ারি) রাতে কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আবু কাউছার অনিক ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গাজী মোঃ বোরহান উদ্দিন ভূইয়া স্বাক্ষরিত কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের প্যাডে মোঃ শফিকুল ইসলাম তুহিনকে সভাপতি ও মোঃ হাফিজ খাঁনকে সাধারণ সম্পাদক করে আগামী এক বছরের জন্য ১১ সদস্য বিশিষ্ট মুরাদনগর উপজেলা ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষনা করা হয়।
নবগঠিত কমিটির অন্যান্যরা হলো সহ-সভাপতি পলাশ চন্দ্র দেবনাথ, মেজবাহ উদ্দিন, এইচ এম ইয়াছিন আহমেদ রবিন, যুগ্ম-সাধারণ সম্পাদক রাজিব আহমেদ, কামরুল হাসান, শাহরিয়ার হাসান, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর মোহাম্মদ হোসেন, মোস্তাফিজুর রহমান, রেজাউল করিম স্বপন।
আগামী ২১ দিনের মধ্যে পূর্নাঙ্গ কমিটি ঘোষণার কথাও বলা হয়েছে।
উল্লেখ্য গত ৯ জানুয়ারী স্থানীয় সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ এর উপস্থিতিতে ১৭ বছর পর মুরাদনগর উপজেলা ছাত্রলীগের বার্ষীক সম্মেলন অনুষ্ঠিত হয়।