অনলাইন ডেস্কঃ
তুরস্ক বাংলাদেশে বাণিজ্যের পরিমাণ ১ বিলিয়ন থেকে বাড়িয়ে দ্বিগুন করবে- এমনটি জানিয়েছেন ঢাকা সফররত দেশটির পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু।
এছাড়া কামাল আতার্তুকের ভাস্কর্য ঢাকায় তৈরি করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে থাকবে তার দেশ। রোহিঙ্গাদের দেশে ফিরে যাওয়া উচিত বলেও মনে করে তুরস্ক।
দ্বি-পাক্ষিক এই বৈঠকে বিনিয়োগ বৃদ্ধি, রোহিঙ্গা সংকট ও বাণিজ্য সংক্রান্ত আলোচনা হয়েছে। কিছু নতুন পণ্যের শুল্কমুক্ত প্রবেশের বিষয়েও আলোচনা হবার কথা রয়েছে।
বুধবার, দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মা এই বৈঠক হয়। এর আগে প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য করেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী।
মঙ্গলবার, দুই দিনের সফরে ঢাকায় পৌঁছান মেভলত চেবোলসকি। সংবাদ: ডিবিসি