ডেস্ক রিপোর্টঃ
১০ই সেপ্টেম্বর থেকে চালু হচ্ছে ট্রেনের বন্ধ স্টেশনগুলো। ১২ই সেপ্টেম্বর খুলবে টিকিট কাউন্টার। অনলাইনের পাশাপাশি কাউন্টারেও পাওয়া যাবে ট্রেনের টিকিট।
সোমবার (৭ সেপ্টেম্বর) রেলওয়ের উপ-পরিচালক মোহাম্মদ নাহিদ হাসান খাঁন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে প্রতিটি ট্রেনে মোট আসনসংখ্যার ৫০ শতাংশ টিকিট বিক্রি হচ্ছে। ১২ই সেপ্টেম্বর থেকে এই ৫০ শতাংশের অর্ধেক অনলাইনে আর বাকি অর্ধেক কাউন্টারে বিক্রি করা হবে। অনলাইন ও কাউন্টার থেকে ৫ দিন পরের পর্যন্ত টিকিট পাওয়া যাবে।
কাউন্টারে সকাল ৮টা ও অনলাইনে সকাল ৬টা থেকে টিকিট বিক্রি শুরু হবে। করোনাভাইরাসের কারণে গত ৩০শে মে থেকে কাউন্টারে টিকিট বিক্রি বন্ধ করা হয়।