ডেস্ক রিপোর্টঃ
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯০তম জন্মদিন উপলক্ষ্যে ডাক বিভাগের ডিজিটাল ফাইন্যান্সিয়াল সেবা ‘নগদ’ এর মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার পেলেন ১৩শ দুস্থ নারী। প্রত্যেককে দেয়া হয়েছে ২ হাজার করে টাকা।
শনিবার সকালে গণভবনে এক অনুষ্ঠান থেকে ৬৪ জেলার দুস্থ নারীদের উপহারের অর্থ দেন প্রধানমন্ত্রী। দুস্থ নারীদের বাছাই করেছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের জাতীয় মহিলা সংস্থা। অনুদানের টাকা পাঠানোর পুরো খরচ বহন করেছে ‘নগদ’।
ক্যাশ আউটের চার্জ ৩৫ টাকাও দিয়েছে ‘নগদ’। এর আগে করোনায় কর্মহীন ৫০ লাখ পরিবারকে আড়াই হাজার টাকা করে আর্থিক অনুদান দেন প্রধানমন্ত্রী। এর মধ্যে ১৭ লাখ পরিবারকে ‘নগদ’ এর মাধ্যমে অনুদানের অর্থ পাঠানো হয়।