রকিবুল হাসান, কুবি প্রতিনিধিঃ
বাংলাদেশ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে গঠিত ট্রাস্ট বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ অর্জন করলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষক।
এই ফেলো নির্বাচিত হয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মেহেদী হাসান এবং পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক নাহিদা আফরোজ। তাঁরা দুজন ২০২০/২১ অর্থবছরের জন্য ফেলো নির্বাচিত হয়েছেন।
গত মঙ্গলবার (২৪ নভেম্বর) বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের এক অফিস আদেশে বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ ট্রাস্টের জন্য নির্বাচিত মোট ৪৪ জন পিএইচডি ফেলোর তালিকা প্রকাশ করে।
বাংলাদেশ সরকার বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উচ্চশিক্ষারর জন্য শিক্ষার্থী ও গবেষকদের উৎসাহ দিতে বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ প্রদান করে। এতে গবেষকগণ দেশে ও বিদেশের খ্যাতনামা প্রতিষ্ঠানে অধ্যয়নের সুযোগ পায়।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মোঃ মেহেদী হাসান মালয়েশিয়ার কেবাংসান বিশ্ববিদ্যালয়ে ইলেক্ট্রিক্যাল ইলেকট্রনিক সিস্টেম ইঞ্জিনিয়ারিং বিষয়ে পিএইচডি করার জন্য নির্বাচিত হয়েছেন।
অপরদিকে সহকারী অধ্যাপক নাহিদা আফরোজ যুক্তরাজ্যের নটিংহ্যাম বিশ্ববিদ্যালয়ে গণিতে পিএইচডি অর্জনের জন্য নির্বাচিত হয়েছেন। উল্লেখ্য নাহিদা আফরোজ এর আগে একই বিশ্ববিদ্যালয় থেকে ২০১৯ সালে ডিসটিংশন মার্কস নিয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ২০২০/২১ অর্থ বছরে শুধু বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে উচ্চশিক্ষায় ফেলোশিপ করা হচ্ছে।
বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ এর আওতায় গবেষণার বিষয়সমূহঃ পদার্থ বিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, গণিত ও পরিসংখ্যান, জীববিজ্ঞান, চিকিৎসাবিজ্ঞান, পাবলিক হেলথ্ ও প্রিভেনটিভ মেডিসিন, জীব প্রযুক্তি ও অনুজীব বিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং ও স্থাপত্য বিদ্যা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, কম্পিউটার সাইন্স ও ইঞ্জিনিয়ারিং, ভূগোল ও পরিবেশবিজ্ঞান, কৃষিবিজ্ঞান, খাদ্য ও পুষ্টিবিজ্ঞান,সমুদ্র বিজ্ঞান, অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং, মৎস্য বিজ্ঞান, পশুচিকিৎসা ও পশুপালন, কনভেনশনাল ও নন কনভেনশনাল এনার্জি, জ্বালানী গবেষণা, নিউক্লিয়ার পাওয়ার, নিউক্লিয়ার টেকনোলজি, পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং, আরবান ও রিজিওনাল প্লানিং, এক্সপ্লোরেশন ও মিনারেলস এন্ড পেট্রোলজি এবং ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং।