ডেস্ক রিপোর্টঃ
তিনি দেশের জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন। আমাদের ও তাঁর আদর্শে অনুপ্রাণিত হতে হবে। বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকরা ভয় পায় না, তারা নিজের জীবন বাজি রেখে দেশকে ভালোবেসে এবং মানুষের সেবা করে।ইতিমধ্যে করোনা ভাইরাসে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী সেবা দিতে গিয়ে নিজের জীবন দিয়েছেন।
আমরা শহীদের রক্তের বিনিময়ে বাংলা ভাষা পেয়েছি।
বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতা পেয়েছি। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা বাংলাদেশকে বিশ্বের বুকে রোল মডেলে পরিনত করেছি। জননেত্রী শেখ হাসিনার সরকারের অঙ্গীকার বাংলাদেশের কোনো মানুষ গৃহহীন থাকবে না। সে লক্ষ্যে আমরা কাজ করছি। মানবিক সহায়তা নিয়ে আমরা মানুষের পাশে আছি, কেউ না খেয়ে থাকবে না। সে লক্ষ্যে বঙ্গবন্ধুর সৈনিকরা তৎপর রয়েছে। করোনাভাইরাস এবং বন্যার দুর্যোগে বঙ্গবন্ধুর সৈনিকরা জনগনের পাশে আছে, থাকবে ইনশা আল্লাহ্।
আগস্ট মাস বাঙালির ইতিহাসে একটি কালো অধ্যায়। এই মাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে ঘাতকরা হত্যা করেন। ঘাতকরা শিশু শেখ রাসেলকেও নির্মমভাবে হত্যা করে। ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি।
আজ বিকেলে সিংড়া উপজেলা ও পৌর আওয়ামী লীগ এবং সকল সহযোগি সংগঠনের আয়োজনে ১৯৭৫ সালের ১৫ আগস্ট স্বাধীন বাংলাদেশের স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনা সভায়।