ডেস্ক রিপোর্টঃ
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় দশম শ্রেণির এক স্কুল শিক্ষার্থী প্রাইভেট শেষে বাড়ি ফেরার পথে রাস্তা থেকে তুলে নিয়ে বাঁশঝাড়ে নিয়ে ধর্ষণ করে মশিউর রহমান (২৭) নামের এক বখাটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১৮ নভেম্বর) সকাল ৭টায় বাসা থেকে আধা কিলোমিটার দূরে প্রাইভেট পড়তে গিয়েছিল ওই ছাত্রী। বাড়ি ফেরার পথে রাস্তা থেকে তুলে নিয়ে বাঁশঝাড়ে নিয়ে তাকে ধর্ষণ করেন মশিউর রহমান (২৭)। এ সময় এই ছাত্রীর কান্নার শব্দ শুনে স্থানীয়রা তাকে উদ্ধার করে। এ সময় অভিযুক্ত মশিউর রহমান পালিয়ে যান।
এ ঘটনায় বুধবার (১৮ নভেম্বর) বিকেলে মেয়েটির বাবা কালীগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মো. সাজ্জাদ হোসেন জানান, ওই শিক্ষার্থীকে লালমনিরহাট সদর হাসপাতালে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। অপরাধীকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।