নিজস্ব প্রতিবেদকঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজারে বঙ্গবন্ধুর কন্য আওয়ামিলীগ সভানেত্রী ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষ্যে বাঙ্গরা বাজার থানা আওয়ামী মৎস্যজীবীলীগের উদ্যোগে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাঙ্গরা বাজার থানা আওয়ামিলীগ অফিস কার্যালয়ে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাঙ্গরা উইনিয়ন যুবলীগের সাবেক সভাপতি বিল্লাল হোসেনের মিলাদ ও দোয়ার মাধ্যমে অনুষ্ঠের কর্মসূচি আরম্ভ করেন।
আওয়ামী মৎস্যজীবী লীগ বাংগরা বাজার থানা শাখার যুগ্ম আহবায়ক আবু বক্কর সোহেলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ৬নং বাঙ্গরা উইনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি আবু ইসহাক রাজু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামী মৎস্যজীবী লীগ কুমিল্লা উত্তর জেলার সদস্য সচিব রাজীব মুন্সী।
বক্তারা তাদের বক্তব্যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন এবং শেখ হাসিনার জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে তার নেক হায়াত কামনা করেন। এবং কুমিল্লা ৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএ মহোদয়ের দীর্ঘায়ু কামনা করে অনুষ্ঠের কর্মসূচি আরম্ভ করেন।
দোয়া ও আলোচনা সভায় বাঙ্গরা বাজার থানা আওয়ামী মৎস্যজীবীলীগ ও বাঙ্গরা বাজার থানা আওয়ামীলীগ অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।