অনলাইন ডেস্কঃ
প্রদানমন্ত্রীর দপ্তরের নথি জালিয়াতির মামলায় ছাত্রলীগ নেতা তারিকুলসহ ৬ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে।
চার্জশিটভুক্ত ছয় আসামি হলেন- ছাত্রলীগের বহিষ্কৃত কেন্দ্রীয় সহ-সভাপতি তরিকুল ইসলাম মমিন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মচারী ফাতেমা খাতুন, নাজিম উদ্দীন, রুবেল, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ফরহাদ হোসেন ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস-এর সাবেক কোষাধ্যক্ষ অবসরপ্রাপ্ত এয়ার কমোডর এম আব্দুস সালাম আজাদ।
এ ঘটনায় গত ৫ই মে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক-৭ মোহাম্মদ রফিকুল আলম বাদী হয়ে তেজগাঁও থানায় মামলা করেন। সংবাদঃ ডিবিসি