অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ হত্যার ঘটনায় আজ ওসি প্রদীপসহ তিন আসামিকে জিজ্ঞাসাবাদ করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটি।
বেলা সাড়ে ১১ টার দিকে কক্সবাজার জেলা কারাগারে থাকা আসামি প্রদীপ, বাহারছড়া তদন্ত কেন্দ্রের পরিদর্শক লিয়াকত, টেকনাফ থানার এসআই নন্দ দুলাল রক্ষিতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এদিকে, আগামী ২৩শে আগস্টের মধ্যে অবসরপ্রাপ্ত মেজর সিনহা রাশেদ খান হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল করার কথা জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রাণালয়ের গঠিত তদন্ত কমিটি। রবিবার প্রায় ৫ ঘণ্টার গণশুনানিতে ৯ প্রত্যক্ষদর্শীর সাক্ষ্যগ্রহণ শেষে একথা জানান তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত বিভাগীয় কমিশনার মিজানুর রহমান।