ডেস্ক রিপোর্টঃ
রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদ করিম কে করোনা ভাইরাসের নমুনা পরিক্ষা নিয়ে ভুয়া রিপোর্ট দেয়ার মামলায় ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেম আদালত। বৃহস্পতিবার (১৬ জুলাই) বেলা ১১ টায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিট্রেট (CMM) আদালত শুনানি নিয়ে এই আদেশ দেন।
একই মামলায় রিজেন্ট হাসপাতালের ব্যাবস্থাপনা পরিচালক মাসুদ পারভেজকে দশ দিন এবং তাদের কর্মী তরিকুল ইসলামকে সাত দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সাহেদকে সকাল সাড়ে ১০ টার দিকে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) কার্যালয় থেকে আদালতে নেয়া হয়। এজন্য আগে থেকেই আদালত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। আদালতে সাহেদকে হাজির করে দশ (১০) দিনের রিমান্ডের আবেদন করে ডিবি। শুনানি নিয়ে আদালত ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
বুধবার (১০ জুলাই) ভোর ৫ টা থেকে সাড়ে ৫ টার দিকে বোরকা পরে সাতক্ষীরা সীমান্ত পার হওয়ার সময় র্যাবের হাতে গ্রেফতার হয় ধুরন্ধর এ প্রতারক সাহেদ। রিজেন্ট হাসপাতালে র্যাবের অভিযান হতে পারে এমনটি আঁচ করতে পেরে ঢাকা ছেড়ে নরসিংদী হয়ে কক্সবাজার মহেশখালী যান সাহেদ।
পরে র্যাব, পুলিশ, বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনির কড়া নজরদারির মধ্যেও ৮ দিন পর গ্রেফতার হয় বহুল আলোচিত প্রতারক সাহেদ।