নিজস্ব প্রতিনিধি:
গত ২-৫-২০২১-তারিখে জি.এস.এস নিউজ অন লাইন ও রেনেসা পত্রিকায় প্রকাশিত বরুড়ায় ফেয়ার হসপিটালের কমিটির দ্বন্দ্বে ষঢ়-যন্ত্রে অপপ্রচারের শিকার ডাঃ ইকবাল এই শিরোনামে একটি খবর প্রকাশিত হয়ছে।
প্রকৃত পক্ষে ফেয়ার হসপিটালের এম ডি সালেহ উদ্দিন ভুইঁয়া বলেন আমাদের কমিটির কোন দ্বন্দ্ব নেই, গত ১৬-০৪-২০২১ ই কুমিল্লা জেলার বরুড়া উপজেলা ফেয়ার হসপিটালের খন্ডকালিন চিকিৎসক তিনি নোয়াখালী আব্দুল মালেক উকিল মেডিক্যাল কলেজের সহকারী অধ্যাপক ডাঃ ইকবাল হোসেন তার একটি সামাজিক সংগঠনের সভা লকডাউন অমান্য করে করতে গিয়ে ফটোসেশানের সুবিধার্থে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সম্বলিত ফেষ্টুন ছিঁড়ে ফেলে দেয়।
উক্ত ঘটনার সাথে আমাদের হসপিটালের কমিটি অথবা কোনো পরিচালকের সম্পৃক্ততা নেই তাই এই ব্যাক্তিগত অপরাধ টি দামা-চাপা দেয়ার জন্য এ হেন অপচেষ্টা টি করছে।
সাংবাদিক দের কে ভুল তথ্য-উপাত্ত দিয়ে বিভ্রান্ত করে ভুল সংবাদটি প্রচার করে। আমরা এ প্রকাশিত সংবাদ এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।