অনলাইন ডেস্কঃ
দেশের অন্যতম পর্যটনকেন্দ্র রাঙামাটির সাজেক ভ্যালি আজ থেকে খুলে দেয়া হয়েছে। করোনা মহামারির কারণে পাঁচ মাসেরও বেশি সময় বন্ধ ছিলো বাংলার দার্জিলিংখ্যাত এই পর্যটনকেন্দ্র।
রিসোর্ট মালিকরা জানান, পর্যটকদের বরণ করতে রিসোর্ট-কটেজগুলো সাজানো হচ্ছে। এরই মধ্যে ৬০ ভাগ রিসোর্ট বুকিং হয়ে গেছে। সাজেকে ঘুরতে আসা পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানিয়েছে প্রশাসন। পরিবহণ ব্যবসায়ীরা বলছেন, পর্যটক বাড়লে ক্ষতি পুষিয়ে নেয়া সম্ভব হবে।
এর আগে, খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙামাটির বিভিন্ন পর্যটনকেন্দ্র খুলে দেয়া হয়। করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে গত ১৮ মার্চ দেশের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করা হয়।