রকিবুল হাসান, কুবি প্রতিনিধিঃ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) স্থগিত হওয়া পরীক্ষা নেয়ার দাবিতে মোমবাতি জ্বালিয়ে প্রতীকী পরীক্ষা দিয়েছে শিক্ষার্থীরা।
শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) রাত ৮.৩০ টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে মোমবাতি জ্বালিয়ে এ প্রতীকী পরীক্ষা দেয় শিক্ষার্থীরা।
এসময় আইন বিভাগের শিক্ষার্থীরা রাসেল মাহমুদ বলেন, “ গত এগারো মাসে সকল স্কুল কলেজে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকার পর স্কুল কলেজ নিয়ে সরকার বিভিন্ন পদক্ষেপ নিলেও বিশ্ববিদ্যালয়ের জন্য কোন পদক্ষেপ নেন নি। এতে আমাদের যে ক্ষতিটা হয়েছে তা কি সরকার পুষিয়ে দিতে পারবে! তাছাড়া আমাদের শিক্ষা ঋন, ইন্টারনেট সেবা দেওয়ার কথা থাকলেও তা দেওয়া হয় নাই।এখন আমাদের একটাই দাবি সেটা হলো দ্রুতই আমাদের পরীক্ষার ব্যবস্থা করা হোক।
তাছাড়া অনেকে বলেন, দেশের সবকিছু স্বাভাবিক থাকলেও আমাদের পরীক্ষাগুলো স্থগিত করে দেয়াটা বৈষম্যমূলক। আমাদের সময় বসে নেই। সবকিছু স্বাভাবিক রেখে শুধু শিক্ষাপ্রতিষ্ঠান কেনো বন্ধ রাখা হবে? সরকারের প্রতি আমাদের আবেদন যে, আমাদের সুযোগ দিন, আমাদের পরীক্ষাগুলো নিয়ে নেন যাতে পরিবারের দায়িত্ব নিতে পারি। আমাদের দাবী একটাই যেন আমাদের পরীক্ষাগুলো নিয়ে নেয়া হয়।”
উল্লেখ্য, করোনাভাইরাস মহামারীতে দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার পর গত ২০ ডিসেম্বর থেকে চূড়ান্ত পরীক্ষা নেওয়া শুরু করেছিলো কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সোমবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে অনলাইনে জরুরি সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে চলমান সব ধরনের পরীক্ষা বন্ধ রাখার নির্দেশ দেন। এরই প্রেক্ষিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ২৩ ফেব্রুয়ারি চলমান পরীক্ষাগুলো স্থগিত করে দিলে স্নাতক এবং স্নাতকোত্তর মিলিয়ে মোট ৫৮টি সেমিস্টারের পরীক্ষা আটকে যায়। এতে শিক্ষার্থীরা ভয়াবহ সেশনজটের আশঙ্কা করছেন শিক্ষার্থীরা।