ডেস্ক রিপোর্টঃ
আগামী ৩০ অক্টোবর অনুষ্ঠিত হবে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর জন্ম ও ওফাতের স্মৃতি বিজড়িত মাস রবিউল আউয়াল। বাংলাদেশের স্বাধীনতার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৩ সালে রাষ্ট্রীয়ভাবে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদ্যাপনের সূচনা করেন।
এ উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আগামী ২৯ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত পক্ষকালব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে বায়তুল মুকাররমস্থ ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তন হতে প্রতিদিন বাদ মাগরিব ও বাদ এশা ওয়াজ মাহফিল কিরাত, হামদ-নাত ও স্বরচিত কবিতা পাঠের মাহফিল সম্প্রচার এবং বাংলাদেশ বেতারের সাথে যৌথ উদ্যোগে সেমিনার অনুষ্ঠান ধারণ ও প্রচার ইত্যাদি।
মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম আগামী ২৯ অক্টোবর পক্ষকালব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।