স্টাফ রিপোর্টার:
পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত আজিম উল আহসান ও শাহরিয়ার মোহাম্মদ র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন, ঢাকায় উপ পরিচালক হিসেবে যোগদান করেছেন। পুলিশের এই দুই কর্মকর্তাকে জেলা পুলিশের পক্ষ থেকে বিদায়ী সম্বর্ধনা দেয়া হয়।
শনিবার দুপুরে নগরীর পুলিশ লাইনস অডিটোরিয়ামে অনুষ্ঠিত বিদায়ী সম্বর্ধনা অনুষ্ঠানে পুলিশ সুপার ফারুক আহমেদ বিদায়ী স্মারক হিসেবে ক্রেস্ট ও উপহার আজিম উল আহসান ও শাহরিয়ার মোহাম্মদের হাতে তুলে দেন।
পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত আজিম উল আহসান বলেন, “Our life is a dream rounded with a sleep”. স্বপ্নের মাঝেই যেন ফুরিয়ে গেল ২ বছর ৮ মাস। ২০১৮ সালের অক্টোবরে কুমিল্লা জেলা পুলিশ এ যোগদান করেছিলাম। গত ২ মে পুলিশ সুপার হিসেবে পদোন্নতি পেয়ে কুমিল্লা জেলা পুলিশ থেকে বিদায় নিলাম। র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন আমার পরবর্তী গন্তব্য।
ব্যস্ততম দিনগুলিতে দায়িত্ব পালনে যাঁরা প্রেরণা যুগিয়েছেন তাঁরা কুমিল্লার জনগণ! সংকটেও প্রতিনিয়ত সাথে ছিলেন আমার সহকর্মীরা। কৃতজ্ঞতা জানাচ্ছি সবার প্রতি। সময়ের অভাবে বিদায় নিতে পারিনি অনেক শুভাকাঙ্ক্ষীর কাছে থেকে। ভাল থেকো গোমতী-মেঘনা! ভাল থেকো সবুজ শ্যামল প্রিয় কুমিল্লা ।