নাঙ্গলকোট প্রতিনিধিঃ
কুমিল্লার নাঙ্গলকোটে প্রথম বিট পুলিশ কর্মকর্তার কার্যালয় উদ্বোধন করা হয়েছে। সোমবার (২০ জুলাই) উপজেলার ঢালুয়া ইউনিয়ন কার্যালয়ে থানার অফিসার ইনচার্জ মঃ বখতিয়ার উদ্দিন চৌধুরী বিট কার্যালয়ের আনুষ্ঠনিক ভাবে উদ্বোধন করেন।
বিট কার্যালয় উদ্বোধনি অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ঢালুকা ইউপি চেয়ারম্যান নাজমুল হাসান ভূঁইয়া বাছির, সাবেক চেয়ারম্যান মফিজুর রহমান হক, বিট কর্মকর্তা এস.আই মফিজুর রহমান। বিট পুলিশ কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে ইউনিয়নের সকল সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ পুলিশের আইজিপি বেনজির আহমেদ এর নির্দেশে মাদকমুক্ত দেশ গরার লক্ষে প্রতিটি ইউনিয়নে বিট পুলিশ কার্যক্রমের অংশ হিসেবে নাঙ্গল্কোট থানার উদ্যোগে উপজেলায় প্রথম বিট পুলিশ কর্মকর্তার কার্যালয় উদ্বোধন করা হয়।