কাউছার আলম:
ব্রাহ্মণবাড়িয়া জেলার জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশনা মোতাবেক মঙ্গলবার নবীনগর উপজেলার সলিমগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এ সময় স্বাস্থ্যবিধি না মেনে মাস্ক পরিধান না করে জনবহুল স্থানে ঘোরাঘুরি করায় সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন ২০১৮ এর বিভিন্ন ধারায় ৪ টি মামলায় ৬০ জনকে ৪৫৫০ টাকা অর্থদণ্ড করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হাসান। সলিমগঞ্জ পুলিশ ফাড়ির ইনচার্জ এস আই মামুন সহ পুলিশের একটি দল ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন। এ সময় জনসাধারণের মাঝে করোনার সচেতনতা বাড়াতে প্রায় ৫০ টি মাস্ক বিতরণ করা হয়।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হাসান সবাইকে সরকারী নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য আহব্বান জানান।