চট্টগ্রাম প্রতিনিধিঃ
চট্টগ্রামে দোকান কর্মচারী রমজান ওরফে রাসেলকে (১৯) সোমবার পিটিয়ে হত্যার অভিযোগে কোতোয়ালি পুলিশ চারজনকে গ্রেফতার করেছে। তারা হল- আরমান হোসেন, মো. ইউনুস, মো. জাহাঙ্গীর ও জসিম আহমেদ। গ্রেফতারকৃতদের মঙ্গলবার দুপুরে আদালতে সোপর্দ করে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হয়। আদালত আসামি জসিম আহমেদকে ১ দিনের এবং বাকীদের ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন।
এর আগে এ ঘটনায় নিহতের বাবা আফাজ উদ্দিন ৬ জনকে আসামি করে কোতোয়ালি থানায় মামলা করেন। মামলার এজাহারভুক্ত আসামি আরফাত হোসেন ও মো. হাসান পলাতক রয়েছে।
মামলার অভিযোগে বলা হয়, সোমবার বিকালে নগরীর কোতোয়ালি থানাধীন রিয়াজুদ্দিন বাজার এলাকায় দোকান থেকে দুধ চুরির অপবাদে পরিকল্পিতভাবে পিটিয়ে রমজান ওরফে রাসেলকে হত্যা করা হয়। আসামিরা রাসেলকে এসএস টাওয়ার আল্লাহর দান মার্কেটের ৩য় তলার ৯ নম্বর কক্ষে আরাফাত স্টোরের গোডাউনে আটকে রাখে। সেখানে রাসেলকে জানালার গ্রিলের সঙ্গে প্লাস্টিকের দড়ি দিয়ে বেঁধে রাখা হয়। এরপর লোহার রড, বাঁশ, কাঠের লাঠি দিয়ে রাসেলকে আঘাত করা হয়। এতে রাসেল গুরুতর আহত হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।