সোহেল রানা, যশোর প্রতিনিধিঃ
সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের পক্ষ থেকে দেশসেরা সমাজ সেবক হিসেবে সম্মাননা স্মারকে ভূষিত হন উদ্ভাবক মিজানুর রহমান সোমবার সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের মহা সচিব মাওলানা আবেদ আলী স্মারকটি হাতে তুলে দেন।
পাশাপাশি যশোর জেলা সার্ক মানবাধিকার ফাউন্ডেশন এর প্রেসিডেন্ট হিসেবে কাজ করার জন্য দায়িত্ব প্রদান করা হয় তাকে।করোনা কালিন সময় থেকে শুরু করে দীর্ঘ নয় মাস ধরে বিভিন্ন সামাজিক ও মানব সেবায় কাজ করে যাচ্ছেন মিজান।
বৃক্ষ রোপন,চারা বিতরণ, মাষ্ক বিতরণ, খাবার বিতরণের সাথে সাথে মাদরাসা ও এতিমখানায় আল- কোরআন বিতরণ অব্যাহত রেখেছেন তিনি।ধারাবাহিক ভাবে অব্যাহত রাখা
এতো কাজের জন্যই সম্প্রতি পেয়েছেন গুণিজন সম্মাননা। মাস শেষ হওয়ার আগেই নভেম্বরেই দুটি স্মারক নিজের ঘরে তুলে নিলেন দেশসেরা এই উদ্ভাবক।
উদ্ভাবক মিজান বলেন, খারাপ কাজে খারাপ ফল আর ভাল কাজের ভাল ফল। সে ফল ইতোমধ্যে পেতে শুরু করেছি।সার্ক মানবাধিকার ফাউন্ডেশন আমার ভাল কাজের যে সম্মানা দিয়েছে আমি সার্কের কাছে এবং সকল শুভানুধ্যায়ীদের কাছে চির কৃতজ্ঞ।
সকল শ্রেণী পেশার মানুষের কাছে আমি দোয়া কামনা করছি জীবনকে শেষকাল পর্যন্ত যেন মানুষের ও সমাজের কল্যাণে এভাবেই কাজ করে যেতে পারি।