দেবিদ্বার প্রতিনিধিঃ
কুমিল্লার দেবিদ্বার উপজেলার দুইটি ইউনিয়ন পরিষদের উপ- নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ২০ অক্টোবর এ উপজেলার দুইটি ইউপিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
দেবিদ্বার উপজেলার নির্বাচন কর্মকর্তা মো: আলতাফ হোসেন এ বিষয়টি নিশ্চিত করেছেন।
জানানো হয়, উপজেলার বরকামতা ইউনিয়ন পরিষদের ১নং সাধারণ ওয়ার্ডের সদস্য পদে এবং ভানী ইউনিয়ন পরিষদের ১নং সাধারণ ওয়ার্ডের সদস্য পদে উপ-নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৩ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ২৬ সেপ্টেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৩ অক্টোবর এবং ভোটগ্রহণ ২০ অক্টোবর।