কুমিল্লার মুরাদনগর উপজেলায় আসন্ন শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের নিয়ে একটি প্রস্তুতিমূলক সভা করেছে প্রশাসন।
রবিবার সকাল ১১ টায় উপজেলার কবি নজরুল মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
মুরাদনগর উপজেলার নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর (৩৮ বীর)’র মেজর নাজিউর রহমান।
এসময় বক্তব্য রাখেন, কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক সৈয়দ তৌফিক আহম্মেদ মীর, উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন, সহ-সভাপতি সৈয়দ মোস্তাক আহম্মেদ মীর, মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল হক, বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন, উপজেলা জামায়েতের সুরা সদস্য মোঃ মনসুর মিয়া, কুমিল্লা উত্তর জেলা বিএনপির নেতা মোল্লা গোলাম মহিউদ্দিন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি দুলাল দেবনাথ, রতন চন্দ্র দাস, বাংলাদেশ পূজা উদযাপন কমিটির উপজেলা সভাপতি নিত্যনন্দ রায়, সাবেক সাধারণ সম্পাদক অরুপ নারায়ন পোদ্দার পিংকু।
এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা মজিবুল হক, যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূইয়া, নজরুল ইসলাম, উপজেলা কৃষকদলের আহ্বায়ক নায়েব আলী, জামায়াতে ইসলামের সুরা সদস্য শাহজাহান মাস্টার, মাহবুব আলম মুন্সি, জালাল উদ্দিন, আবুবকর সরকার, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সাধারন সম্পাদক খোরশেদ আলম, মুরাদনগর উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক দয়ানন্দ ঠাকুর, সাংগঠনিক সম্পাদক চন্দন দেবনাথ প্রমুখ। এছাড়ও বিভিন্ন এলাকার মন্ডপ কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
সভায় দূর্গাপূজাকে উৎসব মুখর করতে সকল আইন শৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে ১৪৫টি মন্ডপে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহনের সিদ্বান্ত নেয়া হয়েছে। এছাড়াও বিএনপি, জামায়াত, গণঅধিকার পরিষদসহ সকল রাজনৈতিক দল গুলা পূজা মন্ডপের নিরাপত্তা নিশ্চিতে অংশগ্রহনের কথা জানান।