দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতাঃ
১ লাখ ৫০ হাজার ভোটের ব্যাবধানে বিএনপির মনোনিত প্রার্থীকে হারিয়ে কুমিল্লার দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে আবার ও নির্বাচিত হয়েছেন মেজর (অবঃ) মোহাম্মদ আলী সুমন।
গত মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনে চেয়ারম্যান পদে মেজর (অবঃ) মোহাম্মদ আলী সুমন ১ লাখ ৫২ হাজার ২ শত ৪০ ভোট পেয়েছেন, বিএনপি প্রার্থী সাইফুল আলম ভূইয়া পেয়েছেন ৪ হাজার ২ শত ২৯ ভোট। যদিও বেলা ১২টায় বিএনপি প্রার্থী নির্বাচন বর্জনের ঘোষনা দেন।
এদিকে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে দাউদকান্দি উপজেলা ছাত্রলীগ সভাপতি তারিকুল ইসলাম (নয়ন) তালা প্রতীকে ৭৬ হাজার ৮৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম পতিদ্বন্ধী মোঃ বিল্লালুর রশীদ দোলন টিয়া পাখী প্রতীকে ৪০ হাজার ৯০ ভোট, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আমানউল্লাহ এসডু চশমা প্রতীকে ৩২ হাজার ৫ শত ৪৪ ভোট এবং ধানের শীষ প্রতীকে মোঃ রুহুল আমিন পেয়েছেন ৫ হাজার ২ শত ৮৮ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোসাঃ রোজিনা আক্তার প্রজাপ্রতি প্রতীকে ১ লাখ ৫২ হাজার ৫ শত ৭২ ভোট পেয়ে দ্বিতীয় বার বিজয়ী হয়েছেন। ধানের শীষ প্রতীকে ফরিদা ইয়াসমিন পেয়েছেন ১০ হাজার ২ শত ৭৮ ভোট।
কুমিল্লা জেলা সিনিয়র নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোঃ জাহাঙ্গির হোসেন বেসরকারী ভাবে তাদেরকে বিজয়ী ঘোষনা করেন।
উল্লেখ্য দাউদকান্দির মোট ১০২টি ভোট কেন্দ্রের মধ্যে ২টি কেন্দ্র বাতিল ঘোষনা করেছেন নির্বাচন কমিশন। কেন্দ্র ২টি মালিগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং পাচগাছিয়া ইউনিয়নের বাজারখোলা উঃ সরকারী প্রাথমিক বিদ্যালয়।