ডেস্ক রিপোর্টঃ
আগামী ২০ অক্টোবর কুমিল্লার দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ১৪ সেপ্টেম্বর তারিখ ঘোষণার পর তৎপর হয়ে উঠেছেন মনোনয়ন প্রত্যাশীরা। ক্ষমতাসীন আওয়ামীলীগের মধ্যে তৎপরতা বেশি দেখা যাচ্ছে। চেয়ারম্যান পদে মনোনয়ন পেতে আওয়ামী লীগের ৪ জন প্রার্থী কেন্দ্রে জোর লবিং চালিয়ে যাচ্ছেন। এর মধ্যে এলাকায় জনসংযোগও করছেন তারা ।
বিএনপির একক প্রার্থী মাঠে থাকলেও জাতীয় পার্টি বা অন্য কোন দলের প্রার্থীকে মাঠে দেখা যাচ্ছে না। নৌকার মনোনয়ন প্রত্যাশীরা প্রচার ও গণসংযোগের পাশাপাশি আওয়ামীলীগের কেন্দ্রীয় নেতাদের পেছনে ছুটছেন।
কে হতে পারে আগামী উপজেলা পরিষদ নির্বাচনে যোগ্য প্রার্থী? আলোচিত প্রার্থীদের নিয়ে এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো সরব হয়ে উঠছে। অলিতে-গলিতেও শোভা পাচ্ছে প্রার্থীদের ব্যানার-ফেস্টুন। এখানে বিএনপির একক প্রার্থী কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল আলম ভূইয়া।
ইতোমধ্যে প্রার্থী বাছাই প্রক্রিয়া শুরু করেছে আওয়ামী লীগ। ১৬ সেপ্টেম্বর থেকে দলীয় সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে শুরু হয়েছে মনোনয়ন প্রত্যাশীদের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ ও জমাদানের কার্যক্রম।
এখন পর্যন্ত দাউদকান্দি উপজেলার ৪ জন মনোনয়নপ্রত্যাশী দলীয় মনোনয়ন ফরম কিনেছেন। রোববার (২০সেপ্টেম্বর) পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহ ও জমাদান কার্যক্রম শেষে দলের সোমবার সংসদীয় মনোনয়ন বোর্ডের বৈঠকে দলীয় প্রার্থী চূড়ান্ত করার কথা রয়েছে।
আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বলেছেন, জনগণের সঙ্গে যাদের সম্পৃক্ততা ও গ্রহণযোগ্যতা বেশি, দলের জন্য যারা নিবেদিতপ্রাণ এবং দলের দুর্দিনে লড়াই-সংগ্রামে ছিলেন এমন নেতাদেরই প্রাধান্য দেওয়া হবে।
আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে রয়েছেন বর্তমান চেয়ারম্যান মেজর (অবঃ) মোহাম্মদ আলী সুমন, জেলা আওয়ামীলীগের সাবেক শিল্প বিষয়ক সম্পাদক শিল্পপতি বশিরুল আলম মিয়াজী, বিগত জেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য ব্যারিষ্টার নাইম হাসান, জেলা পরিষদ সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান পারুল আক্তার।
দাউদকান্দি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইঞ্জিঃ মহিউদ্দিন শিকদার বলেন, বিগত সময়ে পরিবার কেন্দ্রিক বাপ-ছেলে এমপি উপজেলা চেয়ারম্যান হওয়ায় আওয়ামীলীগের নেতাকর্মীরা বিভিন্ন ভাবে নির্যাতিত লাঞ্চিত হয়েছে। মূল সংগঠনসহ সহযোগী সংগঠনের অনুমোদিত কমিটি থাকার পরও হাইব্রীড দিয়ে পাল্টা কমিটি সাজিয়ে নিজস্ব বলয় তৈরী করে নেতাকর্মীদের অপদস্থ্য লাঞ্চিত করেছে। দাউদকান্দির ত্যাগী নেতাকর্মীরা পরিবর্তন চায় এবং একই পরিবারে দু’টি ক্ষমতা দেখতে চায় না।
জেলা আওয়ামীলীগ সভাপতি ম. রুহুল আমিন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনয়ন প্রত্যাশী সকলেরই খোঁজখবর রাখছেন। তিনি সকলকে চিনেন এবং জানেন। দলীয় মনোনয়ন দেয়ার এখতিয়ার সম্পূর্ণ প্রধানমন্ত্রীর। দলীয় আনুগত্য, ক্লীন ইমেজ এবং মাঠে জনপ্রিয় এমন প্রার্থীই নৌকা প্রতীক পাবে বলে আমার বিশ্বাস।
ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৩ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাই ২৬ সেপ্টেম্বর, প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময় ৩ অক্টোবর এবং ২০ অক্টোবর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
সংবাদঃ আজকের কুমিল্লা