ডেস্ক রিপোর্টঃ
কুমিল্লার দাউদকান্দি উপজেলার পৌর সদরে কাজির কোন গ্রামে প্রাইভেট কার নিয়ন্ত্রন হারিয়ে সরকের পাশে খাদে পরে এওকই পরিবারের দাদা-দাদী ও নাতিন নিহতের ঘটনা ঘটে। ৭ জুলাই ভোর ৫ঃ৩০ মিনিটে কুমিল্লার দাউদকান্দি এবং চাঁদপুর মতলব সড়কের কাজিরকোন এলাকাতে দূর্ঘটনাটি ঘটে। জানা গেছে তারা ঢাকা হতে প্রাইভেটকার করে ফরিদগঞ্জ যাচ্ছিলেন।
নিহতরা হলেন – ফরিদগঞ্জ এলাকার সিরাজুল ইসলাম(৮০), তার স্ত্রী জাহানারা বেগম(৭০) এবং ১২ বছর বয়সি নাতি আবু বকর সিদ্দিক।
দাউদকান্দি থানার ওসি রফিকুল ইসলাম জানান, ঢাকা থেকে বাড়ি যাওয়ার পথে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে ৩ জন নিহত হয়। দূর্ঘটানা কবলিত গাড়িসহ লাশ উদ্ধার করা হয়েছে। মরদেহ স্বজন্দের কাছে হস্থান্তরের প্রস্তুতি চলছে। ড্রাইভার পালিয়ে গেছে।