ফয়সাল, স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে দাউদকান্দি পুলিশ। শনিবার ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার দিঘীর পাড় ও পশ্চিম দিঘির পাড় গ্রামের একটি মৎস্য প্রজেক্টের পাড় থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মহাসড়কের পাশেই একটি যুবকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় জনগণ পুলিশকে খবর দেয়। পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করে। পুলিশের ধারণা, মাদক সম্পৃক্ততার জের ধরে গতকাল মধ্যরাতে কে বা কাহারা তাকে হত্যা করে ফেলে যায়।
পুলিশ সূত্রে আরো জানা গেছে, নিহত যুবকের বয়স অনুমানিক ২৪ বছর। তার মাথায় ও ডান হাতে ধারালো অস্ত্রের মারাত্বক আঘাতের চিহ্ন রয়েছে। রহস্য উদঘাটনে সিআইডি তদন্তে নেমেছে।