বিজ্ঞপ্তি:
"কুমিল্লা টাইমস টিভিতে" আপনার প্রতিষ্ঠান অথবা নির্বাচনী প্রচারনার জন্য এখনি যোগাযোগ করুন : ০১৬২২৩৮৮৫৪০ এই নম্বরে
শিরোনাম:
মুরাদনগরে বৈষম্য বিরোধী ছাত্রদের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ দরিদ্র ও মেধবী শিক্ষার্থীদের আর্থিক সহযোগিতা, পুরষ্কার ও সংবর্ধনায় বাঙ্গরাবাজার থানা নোবেল সোসাইটি বাঙ্গরাবাজার থানা নোবেল সোসাইটির পক্ষ থেকে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহযোগিতা খামারগ্রাম প্রবাসী সংগঠনের বর্ষপূর্তি উপলক্ষে দোয়া মাহফিল ও কার্যালয় উদ্বোধন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ও মেধাবৃত্তি প্রদান অন্তর্র্বতী সরকারের বড় সংস্কার হবে সুষ্ঠু নির্বাচন দেওয়া – কায়কোবাদ বরুড়ায় মাদ্রাসা অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগ, অপসারণের দাবি কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় দুই শ্রমিকসহ নিহত ৩ কুমিল্লা কি অ্যামাজন জঙ্গল থেকে এসেছে; প্রশ্ন জামায়াত আমিরের সাবেক মন্ত্রী কায়কোবাদের জনসাধারণের কাছে খোলা চিঠি কুমিল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পাল্টা কমিটি ঘোষণা তিতাসে নিখোঁজের সাড়ে তিন মাস পর বৃদ্ধ নারী’র হাড়গোড় উদ্ধার দেবিদ্বারের ধামতীতে ইউপি চেয়ারম্যানের বসতজমি দখল চেষ্টার অভিযোগ মুরাদনগরে সাবেক চেয়ারম্যানের মৃত্যুতে বিএনপির শোক প্রকাশ কুমিল্লার যুবক বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত

তিতাসে নিখোঁজের সাড়ে তিন মাস পর বৃদ্ধ নারী’র হাড়গোড় উদ্ধার

  • আপডেটের সময় : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
  • ১২৩ বার পড়া হয়েছে
  • মো. সাকিব হোসেইন, তিতাস (কুমিল্লা)

কুমিল্লার তিতাস নিখোঁজের সাড়ে তিন মাস পর বৃদ্ধ নারী মরিয়ম বেগমের হাড়গোড় উদ্ধার করছে পিবিআই। শনিবার বিকাল সাড়ে তিনটায় উপজলার সাতানী ইউনিয়নের চরকুমারিয়া এলাকার ফসলী জমি থেকে এ হাড়গোড় উদ্ধার করা হয়। মরিয়ম বগম (৬০) চরকুমারিয়া গ্রামর মধ্যপাড়ার মৃত মনু মিয়ার মেয়ে। স্বামী মারা যাওয়ার পর নিঃসম্বল মরিয়ম দীর্ঘ ২৫ বছর যাবৎ বাবার বাড়িতে থাকতেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার সাতানী ইউনিয়নের তাতুয়াকান্দি গ্রামের ছক্কা মিয়া মারা যাওয়ার পর তার স্ত্রী মরিয়ম বেগম প্রায় ২৫ বছর আগে বাবার বাড়িতে চলে আসে। সেই থেকে মরিয়ম মানুষের বাড়িতে টুকটাক কাজ করে জীবন যাপন করে আসছিল। তবে সে বাড়িতে হাঁস-মুরগী ও ছাগল পালন করতেন। গত ৫ আগষ্ট সন্ধ্যায় মরিয়মের একাধিক ছাগল গুলোর ডাকচিৎকারে স্থানীয় লোকজন দেখতে পায় সে বাড়িতে নেই। পরে স্থানীয় লোকজন অনেক খুঁজাখুঁজির পর ড্রন দিয়ও এলাকায় তল্লাশি চালানা হয়। এর পর থেকে তার আর কোন হদিস পাওয়া যায়নি।

এদিকে, শনিবার বেলা ১০টায় বর্গাচাষী চরকুমারিয়া গ্রামের কামাল হোসেন বর্গাকৃত একটি জমির কচুরীপানা পরিষ্কার করতে গিয়ে মানুষের মাথারখুলি ও হাড়গোড় দেখতে পায়। পরে স্থানীয় লোকজনের সহযাগিতায় ৯৯৯ এ কল দিলে দুপুরে ঘটনাস্থলে তিতাস থানা পুলিশ উপস্থিত হয়। বিকাল সাড়ে ৩টায় কুমিল্লা জেলা থেকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) একটি দল এসে জমি থেকে হাড়গোড় উদ্ধার করে।

ফসলী জমির বর্গাচাষী চরকুমারিয়ার মো. কামাল হোসেন জানান, সকালে জমিনের কচুরীপানা পরিষ্কার করতে এসে দেখি মাথারখুলি ও হাড়গোড় পরে আছে। পরে ৯৯৯ নাম্বারে কল দিয়ে বিষয়টি জানিয়ে ছিলাম।

চরকুমারিয়া গ্রামের মো. মানিক মিয়া বলেন, হাড়গোড়ের সাথে যে জামা-কাপড় ও হাতের চুড়ি পাওয়া গেছে এটি মরিয়মের। সে যেদিন নিখোঁজ হয়েছিল সেদিন এই কাপড়গুলা পরনে ছিল অনেকে দেখেছে। ছাগলের ঘাস নেওয়ার জন্য সে জমিনে প্রায় আসতো।

তিতাস থানার অফিসার ইনচার্জ মামুনুর রশীদ বলেন, স্থানীয় লোকজন নিশ্চিত করছে এটি মরিয়মের দেহের হাড়গোড় হতে পারে। তারপরও পিবিআই আলামত সংগ্রহ করছে। পরীক্ষা-নিরীক্ষার পর বোঝা যাবে এ হাড়গোড় মরিয়মের কি না।


কুমিল্লা টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

বিজ্ঞাপন

সকল স্বত্বঃ কুমিল্লা টাইমস কতৃক সংরক্ষিত

Site Customized By NewsTech.Com