ডেস্ক রিপোর্টঃ
ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় লাইব্রেরির পেছন থেকে একটি শিশুর গলিত মরদেহ উদ্ধার করেছে শাহবাগ থানা পুলিশ। তবে এটিকে ৭-৮ মাসের ভ্রুণ বলে ধারণা করছে পুলিশ।
বুধবার (২৮ অক্টোবর) বিকেলে পথচারীরা একটি ব্যাগে শিশুটির মরদেহ দেখে খবর দিলে ঘটনাস্থলে উপস্থিত হয় শাহবাগ থানা পুলিশ। পরে মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেলের মর্গে নেয়া হয়।
পুলিশ জানিয়েছে, শিশুটি পরিপূর্ণ হলে অজ্ঞাত নামে হত্যা মামলা হতে পারে। তবে পরিপূর্ণ না হলে ভ্রুণ হত্যা মামলা হবে। শিশুটির ডিএনএ পরীক্ষার পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে বলেও জানিয়েছে পুলিশ।