রাজশাহী প্রতিনিধিঃ
রাজশাহীর বাগমারায় ট্রাকচাপায় দুটি ছাগল মারার ঘটনায় ট্রাক চালক আবু তালেবকে পিটিয়ে হত্যা করেছে ছাগল মালিক ও তার লোকেরা।
পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যার দিকে বাগমারা উপজেলার ভবানীগঞ্জ শিবজাইট এলাকার গোলাম মোস্তফার দুটি ছাগল মেরে ফেলেন ট্রাক চালক আবু তালেব। পরে ছাগলের মালিক গোলাম মোস্তফা ১০ থেকে ১৫ টি মোটরসাইকেলে লোকজন ঢেকে নিয়ে ট্রাকের পেছনে ধাওয়া করে। অন্তত ১৬ কিলোমিটার এলাকা ধাওয়া করার পর পুঠিয়া উপজেলার বাসুপাড়ায় এলাকায় এসে ট্রাক চালক আবু তালেবকে আটক করে মারধর করে ফেলে রেখে যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে তিনটার দিকে ট্রাক চালক মারা যান।